নব্বই দশকের বাংলাদেশের কোকাকোলার একটি পোস্টার ।
নব্বই দশকের কোকাকোলার একটি পোস্টারে দেখা যাচ্ছে । নব্বই দশকের ওই সময় কালে কোকাকোলা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করত । তার মধ্যে শব্দ প্রতিযোগিতা অন্যতম এই প্রতিযোগিতার মাধ্যমে মারুতি গাড়ি সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেয়া হতো । তবে এই শব্দ প্রতিযোগিতার কিছু নিয়ম ছিল এখানে কোকাকোলা সহ আরো কিছু পানীয়র নাম দেওয়া আছে । যেমন ফান্টা, স্প্রাইট, কোকাকোলা এগুলোর ভিতর যেকোনো একটি 250 মিলি বোতলের ক্রাউন এর নিচে থাকা কিছু ইংরেজি অক্ষর মিলিয়ে যেকোনো একটি শব্দ তৈরিকরে সেগুলো কোকাকোলার যেকোনো দোকানে গিয়ে জমা দিলে পাওয়া যেত পুরস্কার । এছাড়াও আরো অন্যান্য নিয়মাবলী মেনে আকর্ষণীয় পুরস্কার পাওয়া যেত ।