তুমি আমার এমনি একজন গানের লিরিক্স
শিল্পী :কনক চাপাঁ ও ছায়াছবি আনন্দ অশ্রু
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে…
ভরবে না এ মন… (দুই বার)
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটু চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে…
ভরবে না এ মন… (দুই বার)
ভালোবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল
আমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ
বিরহে মরণ
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে তোমার
ভরাবো চরণ….
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে…
ভরবে না এ মন… (দুই বার)