Home BD Old Song Lyrics চাঁদের গায়ে চাঁদ লেগেছে (লালন) গানের লিরিক্স

চাঁদের গায়ে চাঁদ লেগেছে (লালন) গানের লিরিক্স

by admin

চাঁদের গায়ে চাঁদ লেগেছে (লালন)

চাঁদের গায়ে চাঁদ লেগেছে..
আমরা ভেবে করবো কি
ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম
তোমরা তাদের বলবে কি
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো
আবার এগারো মাসে তিনটি সন্তান
কোনটা করবে ফকিরী ফকিরী
ঘর আছে তার দুয়ার নাই
লোক আছে তার বাক্য নাই
কেবা তাহার আহার যোগায়
কে দেয় সন্ধা বাতি সন্ধ্যা বাতি
লালন ফকির ভেবে বলে
মায়ে ছুইলে পুত্র মরে
আরে এই কথার মান না জানিলে
হবে না তার ফকিরী ফকিরী।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে….

You may also like

Leave a Comment