এমনোত প্রেম হয় শিল্পি সৈয়দ আব্দুল হাদি এর গানের লিরিক্স
এমনোত প্রেম হয়
ও চখের জ্বলে কথা কয়।(দুইবার)
নিজে নিজে জ্বলে পুরে
পাষানে ও বাধে যে হৃদয়……
এমনোত প্রেম হয়
ও চখের জ্বলে কথা কয়।(দুইবার)
ও……ও যা কিছু আমার ছিল….
দিয়েছি তারে
ও…ও ভালবাসা চির দিন
এমনি করে
কত জ্বালা বুকে নিয়ে…..
ও…..ও কেঁদে কেঁদে সৃতি হয়ে রয়……
নিজে নিজে জ্বলে পুরে
পাষানে ও বাধে যে হৃদয়……
এমনোত প্রেম হয়
ও চখের জ্বলে কথা কয়।(দুইবার)
ও….ও ফুল ফুটে ঝরে যায়…
এইত রৃতি
ও…ও তবু কেন চিরদিন
প্রেম পিরিতি
শত ব্যাথা শয়ে শয়ে
ও…ধুপ শিখা হয়ে জেগে রয়
নিজে নিজে জ্বলে পুরে
পাষানে ও বাধে যে হৃদয়……
এমনোত প্রেম হয়
ও চখের জ্বলে কথা কয়।(দুইবার)