Home BD Old Song Lyrics আমার সোনার ময়না পাখি গানের লিরিক্স

আমার সোনার ময়না পাখি গানের লিরিক্স

by admin

আমার সোনার ময়না পাখি গানের লিরিক্স

আমার সোনার ময়না পাখি..
কোন দ্যাশেতে গেলা উইড়া রে…
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায় রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি..
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি..
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে…
এই জীবন যাবার কালে রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি..
কোন দ্যাশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি..

Bangla Movie: Monpura

Song is sung: Arnob.

Song Lyrics written: Mohammad Osman Khan

You may also like

Leave a Comment