Home BD Old Poet ভয় পেয়োনা – সুকুমার রায়

ভয় পেয়োনা – সুকুমার রায়

by admin

ভয় পেয়োনা – সুকুমার রায়

 

” ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায়
আমি মারব না—
সত্যি বলছি কুস্তি ক’রে তোমার
সঙ্গে পারব না।

মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না—
জানো না মোর মাথার ব্যারাম,
কাউকে আমি গুঁতোই না?

এসো এসো গর্তে এসো,
বাস ক’রে যাও চারটি দিন,
আদর ক’রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্কা এমন মারলে তোমায় লাগবে না।

অভয় দিচ্ছি, শুনছ না যে?
ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে
বুঝবে তখন কাণ্ডটা!

আমি আছি, গিন্নী আছেন,
আছেন আমার নয় ছেলে—
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।”

 

 

সুকুমার রায়: (১৮৮৭-১৯২৩)

You may also like

Leave a Comment