সাহেব বাড়ি মসজিদ মোয়াজ্জেম পুর, নান্দাইল, ময়মনসিংহ। বর্তমান সময়ের মধ্যে স্বাপত্য শৈলির এক অর্নন্য নির্দশন। মসজিদটির নব্বইএর দশকে নির্মান করা হয়।
তখন প্রায় এক কোটি টাকা ব্যায়ে তা নির্মান করা হয়। বিশেষ এক ধরনের পাথর দ্বারা এর কারুকার্য করা হয়। মাটি থেকে প্রায় ছয় ফিট উপরে এর নামাজের স্থান। মসজিদ কে কেন্দ্র করে সামনে রয়েছে ঈদগাহের মাঠ, যেখানে প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ উনষ্টিত হয়। মসজিদে প্রায় দুই থেকে আড়াই শো লোক এক সাথে নামাজ আদায় করতে পারে। মসজিদ এবং মাঠের সামনে রয়েছে প্রায় দশ বিঘা জায়গায় জুরে রয়েছে পুকুর যার চৌধার পাকা করা তার চার দিকে রয়েছে সবুজ বৃক্ষাদি যা নয়নাভিরাম। তার পাশে রয়েছে মাদ্রাসা, ওয়েলফেয়ার ট্রাষ্ট, প্রাথমিক বিদ্যালয়, ব্যাংক, সহ আরো অনেক কিছু। এই সুন্দর মসজিদ টি দেখতে আসতে নান্দাইল শহর থেকে পশ্চিম দিকে মাজার বাসষ্ট্যান্ড নামক স্থানে,তারপর সেখানে থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার গেলেই এমপি সাহেবের বাড়ি সেখানেই উপস্থিত, দর্শনার্থীদের জন্য সুন্দর একটা জায়গায়।