শ্রীধর ভবন
মানববাবু জমিদার বাড়ি। ইহা কিশোরগঞ্জ জেলায় হোসেন পুর থানায় গোবিন্দপুর ইউনিয়নের গাংগাটিয়া নামক স্থানে অবস্থিত। ইহা একমাত্র জমিদার বাড়ি যেখানে তাঁদের বংশধরেরা এখনো এখানে বসবাস করেন। মানব বাবু এখনো বেঁচে আছেন। বলা হয়ে থাকে তারা আজ থেকে ৬০০ বছর আগে ভারত থেকে এখানে এসে বসবাস শুরু করেন এবং ব্রিটিশশাষনের শুরু থেকে তাঁদের জমিদারি শুরু হয়। তাদের জমিদারিত্ব পাকুন্দিয়া হোসেন পুর কিশোরগঞ্জ এলাকা জুরে বৃস্তিত তাঁদের বংশের সবাই উচ্চ শিক্ষিত। শ্রীধর ভবনের সামনে রয়েছে প্রায় ৭০বিঘা জায়গায় জুরে বিশাল জ্বলাধার। ভবনের সামনে বাম পাশে রয়েছে মন্দির যা নতুন করে সংষ্কার করা হয়েছে। ভবনের গেইট গুলো এবং ভবনের ভিতরে কারুকার্য করা নকশা গুলো হিন্দু সংস্কৃতি নানা নিদর্শন বহন করে। আগের দিনের প্রভাবশালী মানুষ গুলো কতটা রুচিশীল ছিল তা সহজে বুঝা যায় ভবনের কারুকার্য করা নকশা গুলো দেখলে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই বাড়ির সবাই প্রায় আত্নগোপনে ছিলো। কারন পাকিস্তানি বাহিনী হিন্দুদের উপর বেশি নির্যাতন করতো। এদের বংশের অনেকে তখন ভারতে চলে যায়। পরবর্তীতে অনেকে ফিরে আসেনি। এই বাড়িটি বাঙালি ঐতিহ্য বহন করে।