নীলগিরি বান্দরবান জেলা সদর থেকে প্রায় 47 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বান্দরবান-থানছিসড়কে পাহাড় চূড়ায় নীলগিরি পর্যটন কেন্দ অবস্থিত।
যে কোনো গাড়িতে চড়ে সরাসরি নীলগিরিতে যাওয়া যায়। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা ২ হাজার ২ শত ফুট। একানকার প্রকৃতির কারুকাজ সবাইকে মুগ্ণ করে । এই রোদ, এই বৃষ্টি, আকাশে মেঘের গর্জন সেই সাথে রংধনুর হাসিমাখা আলোএক রুশ্মি, বাতাসের সাথে ছন্দ আর তাল মিলিয়ে প্রকৃতির বৈবিত্র্যময় এই পরিবর্তনের এই পরিবর্তনের দৃশ্যগুলো পর্যটকদের আকৃষ্ট করে।পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাএদর পরিকল্পনায় এটি একটি পর্যটন কেন্দ্রের পূর্ণতা লাভ করে। এখানে মেঘদূত, আকাশনীলা, নীলাঙ্গনা, মারমা হাউজসহ নানা নামের আকর্ষীয় কটেজ রয়েছে। আছে একটি ক্যাফেটেরিয়া। বর্তমানে দেশি বিদেশি পর্যটকরা প্রতিদিনই নীলগিরি ভ্রমণে আসছেন।দিনের বেলায় এই স্থান থেকে খালি চোখে বঙ্গোপসাগর ও জাহাজ চলাচলের দৃশ্য দেখা যায় এছাড়াও ছোট ছোট পাহাড়ের কোল ঘেয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীর আকাবাকা দৃষ্টিনন্দন দৃশ্য সকলকে আকর্ষণ এমন সব অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখতে কার না ভাল লাগে তাইতো সকলে ছুটে যায় পার্বত্য চট্টগ্রামে অবস্থিত বান্দরবান জেলার নীলগিরির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মনমুগ্ধকর মনমাতানো সব দৃশ্য দেখতে এখানে যেন সবকিছু মিলে মিশে একাকার আকাশ পাহাড় সবুজেঘেরা দৃশ্য রংধনু সবকিছু মিলে মিশে এক স্বর্গভূমি,কবিরতা ভাষায় এসো বন্ধু দেখে যাও সেই স্বর্গভূমি পাহাড় ছুঁয়েছে আকাশ এখানে আকাশ ছুঁয়েছে ভূমি,