Home BD Old Lifestyle চুমকি চলেছে একা পথে গানের লিরিক্স

চুমকি চলেছে একা পথে গানের লিরিক্স

by admin

চুমকি চলেছে একা পথে গানের লিরিক্স

শিল্পী মোঃ খুরশিদ আলম।
ছবির নাম দোস্ত দুশমন।
সুরকার আলম খান।
গীতিকার দেওয়ান নজরুল ।

চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরও ভাল
সুন্দরী চলেছে একা পথে…..

(হাট শালা)
মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি কর লাগে ভাল
আমাকে পাশে নিয়ে চল না
মিষ্টি করে তুমি বল না
তোমাকে যে আমি ভালবাসি…..

(চোর বদমাশ)
ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি
চাবুক রেখে আমার হাত ধর সেই ভাল।
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাব আমি……

চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরও ভাল
সুন্দরী চলেছে একা পথে…..

শিল্পীঃ মোঃ খুরশিদ আলম
অ্যালবামঃ দোস্ত দুশমন
সুরকারঃ আলম খান
গীতিকারঃ দেওয়ান নজরুল
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ ছায়াছবি

You may also like

Leave a Comment