Home BD Old Actors বর্তমান অভিনেতা, নাট্যকার, শিক্ষাবিদ ও একুশে পদক পুরস্কারপ্রাপ্ত ড. এনামুল হক গতকাল 11 তারিখে মারা গেছেন ।

বর্তমান অভিনেতা, নাট্যকার, শিক্ষাবিদ ও একুশে পদক পুরস্কারপ্রাপ্ত ড. এনামুল হক গতকাল 11 তারিখে মারা গেছেন ।

by admin
বর্তমান অভিনেতা, নাট্যকার, শিক্ষাবিদ ও একুশে পদক পুরস্কারপ্রাপ্ত ড. এনামুল হক গতকাল 11 তারিখে মারা গেছেন ।
তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ।
হকের জন্ম ফেনী জেলায় তৎকালীন ব্রিটিশ ভারতে । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে 1963 ও 1964 সালে রসায়ন বিভাগে স্নাতক ও কর্তৃত্ব সম্পন্ন করেন । তিনি রসায়ন বিভাগে যোগ দেন, বুয়েট 1965 সালে লেকচারার হিসেবে । তিনি 1976 সালে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে সিন্থেটিক জৈব রসায়নের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । তিনি জুন 1976 থেকে মে 1977. পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যার রসায়নের পোস্ট-ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন ।
শান্তিতে থাকুন স্যার…

You may also like

Leave a Comment