Home BD Old YearsBD 1971 1971 সালে বাংলাদেশে গণহত্যা প্রতিরোধ ।

1971 সালে বাংলাদেশে গণহত্যা প্রতিরোধ ।

by admin

1971 সালে বাংলাদেশে গণহত্যা প্রতিরোধ তৈরিহয়েছিলো যে সব দলসমূহ তারই মাজে উল্লেখযোগ্য দলসমূহের্ মধ্যে রয়েছে:

১. বাংলাদেশ সেনা দল।  

২. কে ফোর্স। 

৩. এস ফোর্স। 

৪. জেড ফোর্স।  

৫. বাংলাদেশ নবীন। 

৬. বাংলাদেশ বিমানবাহিনী।  

৭. বাংলাদেশ রাইফেলস। 

 ৮. আনসার বাংলাদেশ। 

৯. পুলিশ স্পেশাল গেরিলা বাহিনী।  

১০. গন বাহিনী। 

১১. মুজিব বাহিনী। 

১২. কাদের বাহিনী। 

১৩. হেমায়েত বাহিনী। 

১৪. আফসার বাহিনী। 

১৫. ক্র্যাক প্লাটুন। 

১৬. এম এ জি জি ওসমানী নেতৃবৃন্দ। 

১৭. কমান্ডার ইন চিফ এম এ রব। 

১৮. চিফ অফ স্টাফএ কে খন্দকার। 

এবং ডেপুটি চিফ অফ স্টাফ হয়ে উঠলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশ অস্থায়ী সরকারের অংশ হিসেবে। 



এই সকল বাহিনীদের মধ্যে উল্লেখযোগ্য অপ্রাসন গুলুর মধ্যে ছিলো :

১. গরিবপুরের যুদ্ধ, 

২. ধোলাইয়ের যুদ্ধ, 

৩. কুষ্টিয়ার যুদ্ধ, 

৪. অপারেশন বরিশাল, 

৫.অপারেশন জ্যাকপট ইত্যাদি। 



ছবি সূত্র অনলাইন 

You may also like

Leave a Comment