Home BD Old Place আমিরগঞ্জ জমিদার বাড়ি

আমিরগঞ্জ জমিদার বাড়ি

by admin

আমিরগঞ্জ জমিদার বাড়িঃ ১৮ তারিখে আগস্ট মাসে ২০২০ সালে ছবিগুলো তোলা। 

প্রায় শত বছর পুরনো আমিরগঞ্জ জমিদার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত।  ভবনটি দ্বিতল এবং ৩১ কামরা বিশিষ্ট। ভবনটিতে মিশ্র স্থাপত্যশিল্প এর ছাপ দেখা যায়। ভবনের মাঝ বরাবর উপরের দিকে দুইজন জমিদারের পুরো নাম ও নির্মানকাল সাল ইংরেজিতে লেখা রয়েছে। বর্তমানে জমিদারদের বংশধররা এখানে বসবাস করছেন, এজন্য এর বেশিরভাগ অংশই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়।
বর্ণনাঃ হাজী সদর উদ্দিন ভুইয়া, হাজী মহব্বত আলী ভুইয়া ও মুন্সি সায়েব আলী ভুইয়া ৩ ভাই মিলে আনুমানিক ১৮৭০ বা ১৮৮০ সালের দিকে টংগী থেকে ভৈরব পর্যন্ত জমিদারি প্রতিষ্ঠা করেন। জমিদারি পরিচালনার জন্য টংগী থেকে ভৈরব এর মাঝামাঝি এই আমিরগঞ্জ এলাকাটিকে বেছে নেন।এই জমিদার ভবন ও তার আশ পাশের কার্যালয়গুলো নির্মাণকাজ ১৯১৯ খ্রিস্টাব্দে শুরু হয়ে ১৯২৫ খ্রিস্টাব্দে শেষ হয়। বিশাল এলাকার জমিদারি পরিচালনার জন্য ভাওয়াল রাজার কাছ থেকে হাতি ক্রয় করেন। শেরে বাংলা একে ফজলুল হক জমিদারি প্রথা বাতিলের পর এই বংশের সদর উদ্দিন ভুইয়া অত্র এলাকার জনগনের প্রত্যক্ষ ভোটে তৎকালিন প্রেসিডেন্ট পদে নিয়োজিত ছিলেন ২৫ বছর এবং এরপরও জমিদার বংশের গিয়াসউদ্দিন ভুইয়া দীর্ঘদিন আমিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নিযুক্ত ছিলেন। নেতৃত্বের এই যোগ্যতা বংশ পরম্পরায় ধরে রেখেছেন নরসিংদী-১ আসনের বর্তমান সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম হিরু, তিনি জমিদার মুন্সি সায়েব আলী ভুইয়ার নাতি।

ছবি সুত্রঃ Ahtesham Hyder Nehal

You may also like

Leave a Comment